আজকে আমরা দেখব - গিয়ার লিভারে L/2 এই দুইটা গিয়ার কিভাবে কাজ করে?
অনেকগুলো গাড়িতে দেখা যায় গিয়ার লিভারে সবগুলো গিয়ারের সাথে এক্সট্রা আরো দুইটা অপশন দেখা যায় L এবং 2
এগুলার কাজ কি আমরা সবাই কী জানি?
ওয়েল,
L মানে হচ্ছে লো গিয়ার অর্থ্যাৎ 1st গিয়ার। L সিলেক্ট করলে গিয়ারবক্স ফাস্ট গিয়ারে ফিক্সড হয়ে থাকবে অন্য কোনো গিয়ারে শিফট হবে না। এই গিয়ারে টর্ক বেশী পাওয়া যায় আর হর্স পাওয়ার একেবারে কম হয়। এটা আপনি ইউজ করবেন যেখানে আপনার হাই টর্কের দরকার বেশী হবে স্পীড থেকে।
যেমন কোন গাড়িকে "টো" করতে অথবা গাড়ি গর্তে পড়ে গেছে গর্ত থেকে টেনে তুলতে এটা ব্যবহার করবেন ।
2 মানে হচ্ছে সেকেন্ড গিয়ার। সেকন্ড গিয়ার নাম হলেও এটাতে গাড়ি প্রথম দুইটা গিয়ার ইউজ করবে। এটাও অনেকটা L এর মতো কাজ করে কারন ফাস্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের মাঝে ডিফারেন্স খুব একটা নাই। তবে এটারও ইউজ আছে যখন আপনি আপহিলে উঠেন বা ডাউনহিলে যান তখন মানে পাহারী এলাকায় । ধরুন আপনি পাহারী এলাকায় বান্দারবান নীলগিরিতে উঠছেন বা নামছেন তখন 2 গিয়ার সিলেক্ট করলে গাড়ীর স্পিড কমে যাবে গাড়ি স্লোলি আস্তে আস্তে মুভ করবে। আপনি ভুলে হাই এক্সেলেরেট করে ফেললেও গাড়ি দৌড় দিবে না।
গাড়ির সম্পর্কে আরো নিত্যনতুন কিছু জানতে হলে
আমার পেইজটা ফলো করে রাখুন
#bdcars #usedcarbd #carvlogger
#usedcar #carhaatltd #carbazaar #carsforsale #carshowroom #কারহাট #কারহাটলিমিটেড #highlights #everyone #viralpost #কারহাট #cartips #bdcar #carshowroom
#followers #followforfollowback #avenuedrivingtrainingcenter
#avenuedrtc