১) পাসপোর্ট সাইজের ছবি ১টা
২) নিজের নামের অথবা বাবা বা মায়ের নামের পরিশোধিত বিদ্যূত বিলের ফটোকপি ১টা
৩) সর্বশেষ পড়ালেখা করা সার্টিফিকেট এর ফটোকপি ১টা
৪) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১টা
৫) এমবিবিএস ডাক্তারের নিকট থেকে প্রত্যয়নপত্র ১টা
২ থেক ৫ নং পর্যন্ত সবগুলো কাগজ এফোর সাইজের পেপারে ফটোকপি করতে হবে এবং আমাদের অফিসে পাটাতে হবে । অফিসের ঠিকানা জানতে আমাদের হোয়াটসএপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ।
Second Steps
১) পাসপোর্ট সাইজের ছবিটা jpg ফরম্যাটে পাটাতে হবে
২) বাকী ২ থেকে ৫ নং পর্যন্ত সবগুলো ডকুমেন্ট পিডিএফ ফাইল আকারে স্ক্যান করে ( https://www.facebook.com/avenuedrtc) আমাদের ফেইসবুক পেইজে ম্যাসেজ করে পাটিয়ে দিতে হবে ।
হার্ডকপি লাগবে এবং একই সাথে সফটকপিও পাটাতে হবে
আবেদনকারীর নিজের নামে রেজিস্ট্রেশন করা একটা সিম থাকতে হবে এবং আমাদের আবেদন করার সময়ে BRTA এর সার্ভার থেকে আবেদনকারীর মোবাইলে OTP কোড যাবে । এই কোড আমাদেরকে কল দিয়ে বা ম্যাসেজ করে জানাতে হবে । আবেদনকারীর মোবাইলে BSP থেকে যে কোড যাবে তা যদি আমরা জানতে না পারি তাহলে কাজ করতে পারব না । তাই মোবাইলে ম্যাসেজ যাওয়ার সাথে সাথে আমাদেরকে জানাতে হবে । ম্যাসেজ চেনার উপায় হল- কোনো নাম্বার থেকে ম্যাসেজ আসবে না , ম্যাসেজ আসবে BSP থেকে ।
ধন্যবাদান্তে
ব্যবস্থাপক
#এভিনিউ ট্রাভেলস ইন্টারন্যাশনাল
হোয়াটসএপ- +8801711360475
No comments:
Post a Comment